হোম > বিনোদন > সিনেমা

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের ‘ঈশা খাঁ’

মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের নতুন ছবি ‘ঈশা খাঁ’। ঐতিহাসিক প্রেক্ষাপট নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রথমবার অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন ডিএ তায়েব। ডায়েল রহমান পরিচালিত এ ছবির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই নির্মাতা। ‘ঈশা খাঁ সিনেমায় অপুর নায়ক ডিএ তায়েব। মূলত, ছবির নাম চরিত্র ‘ঈশা খাঁ’র ভূমিকায় দেখা যাবে ডিএ তায়েবকে।

মোঘল শাসন আমলে সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক ও বারো ভূঁইয়া তথা প্রভাবশালী বারোজন জমিদারের প্রধান ছিলেন ঈসা খাঁ। তিনি বাংলায় স্বাধীনভাবে জমিদারি স্থাপন করেন। এরপর তৎকালীন মোঘল সম্রাট আকবরকে খাজনা বা কর দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তা নিয়ে একের পর এক সংঘর্ষ বাধে। সেই ঐতিহাসিক ঘটনা প্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।

সোনামণি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘‘ঈশা খাঁ’ ইতিহাস নির্ভর ছবি। গতানুগতিকতার বাইরে গিয়ে তৈরি হয়েছে এই ছবির গল্প। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।’’

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি