হোম > বিনোদন > সিনেমা

ওয়েব ছবিতে লেনিন

একটি মাত্র বিজ্ঞাপনচিত্র দিয়ে সারা দেশের দর্শকের নজর কেড়েছিলেন খন্দকার লেনিন। ম্যাজিক টুথপাউডারের সেই বিজ্ঞাপন প্রচার হওয়ার পর সবাই তাঁকে ‘মফিজ’ নামেই চিনে নিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা ছিল, এরপর আরও অসংখ্য বিজ্ঞাপন বা টিভি অনুষ্ঠানে দেখা মিলবে তাঁর। কিন্তু অতটা আর হয়ে ওঠেনি। কারণটা তাঁর পেশাগত ব্যস্ততা। বাংলাদেশ পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। তাই কর্তব্যের অবসরে যতটুকু সময় করতে পারেন, মিডিয়ায় সময় দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

নির্মাতা রেদোয়ান রনি পরিচালিত ‘জেগে ওঠার গল্প’ টেলিফিল্মে অভিনয় করে  ২০১৫ সালে মেরিল - প্রথম আলো সেরা টিভি অভিনেতার (সমালোচক)  পুরুস্কার লাভ করেন।

এরই মাঝে তাঁকে দেখা গেছে আরও বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে। সম্প্রতি দু্টি ওয়েব ফিল্মে অভিনয় করলেন লেনিন। অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব ছবিতে দেখা যাবে তাঁর অভিনয়। সঞ্জয় সমদ্দারের নির্দেশনায় ওয়েব ছবি ‘লোহার তরি’তে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে লেনিনকে। লঞ্চে বরিশাল যাওয়ার পথে এক রাতের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

সম্প্রতি অভিনয় করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মানিক রতন’ নামের নতুন ওয়েব প্রোডাকশনে। লেনিন জানালেন, মজার একটি গল্প। গল্পে তিনি এলাকার বড় ভাই। মানিক আর রতন দুই বন্ধু। যা-ই করে দুজনে একসঙ্গে করে। বড়ভাই লেনিনের পরামর্শে চলে। দুজনে প্রেমেও পড়ে এক তরুণীর। নাম রূপা। বড় ভাইও প্রেমে পড়ে যায় রূপার। রূপা চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবা। নাটকটি প্রচার হবে নির্মাতার ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’য়।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ