হোম > বিনোদন > সিনেমা

অর্থনৈতিক সংকটে শিল্পীরা, সাইমনের আকুতি

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। প্রযোজকেরা এই সময়ে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছেন না। এতে করে অনেক শিল্পী ও টেকনিশিয়ানরা বেকার সময় কাটাচ্ছেন, পড়েছেন অর্থনৈতিক সংকটে। একই অবস্থা চিত্রনায়ক সাইমনেরও। ফেসবুক লাইভে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় এমনটা জানান এ চিত্রনায়ক। 

ফেসবুক লাইভে সাইমন সাদিক বলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকরাই ক্রাইসিসে আছেন। তাঁরা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। প্রযোজক হয়তো সিনেমার বাইরে অন্যান্য ব্যবসায় জড়িত থাকেন, কিন্তু আমাদের কয়েক শ পরিচালক আছেন, যাঁরা কাজ করতে পারছেন না। আর কাজ না করলে সংসার চলবে কীভাবে? আমি যতদুর জানি, বেশিরভাগ পরিচালকেরাই অন্য পেশার সঙ্গে সম্পৃক্ত না।’ 

শিল্পীদের প্রসঙ্গে সাইমন বলেন, ‘পরিচালকদের মতো শিল্পীরাও অন্য পেশার সঙ্গে যুক্ত না। আমিও অন্য পেশায় জড়িত নই। কিছুদিন আগে থেকে চেষ্টা করছিলাম অন্যকিছুতে জড়িত হওয়ার। তবে এখনও পেরে উঠিনি। আমার মূল পেশা চলচ্চিত্র। আমিসহ অসংখ্য শিল্পীর পরিবার চলে সিনেমার আয়ের মাধ্যমে। বর্তমান প্রেক্ষাপটে আমিসহ অনেক শিল্পীর অর্থনৈতিক অবস্থা ভালো না।’ 

সাইমন আরও বলেন, ‘টেকনিশিয়ানদেরও অবস্থা আরও খারাপ। তবে এটাও ঠিক, সবার অর্থনৈতিক অবস্থা এক রকম না। যেমন শাকিব ভাই ২৫ বছর ধরে এখানে কাজ করছেন। তাঁর অর্থনৈতিক অবস্থা সবার চেয়ে ভালো। তাঁর মতো সিনিয়র যাঁরা, তাঁরা সমৃদ্ধ। কিন্তু আমরা এসে দেখেছি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে ভরা। তাঁর মতো অর্থনৈতিক অবস্থা অন্যদের না।’ 

সাইমন সাদিক মনে করেন, আবারও কাজ শুরু হলে এই সমস্যার সমাধান সম্ভব। সাইমন বলেন, ‘আমাদের এখন লক্ষ হওয়া উচিত, আমরা কীভাবে কাজে ফিরব। কীভাবে আমাদের চলচ্চিত্র আরও সমৃদ্ধ হবে। এ দিকেই আমরা তাকিয়ে আছি। আবার কাজ শুরু হোক, আমরা সবাই নিজেদের কাজটা যেন করতে পারি। অবস্থার পরিবর্তন করতে গেলে কাজের বিকল্প নেই। আমরা সবাই কাজে ফেরার অপেক্ষায় আছি।’

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়