দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি। প্রযোজকেরা এই সময়ে অর্থ লগ্নি করার সাহস পাচ্ছেন না। এতে করে অনেক শিল্পী ও টেকনিশিয়ানরা বেকার সময় কাটাচ্ছেন, পড়েছেন অর্থনৈতিক সংকটে। একই অবস্থা চিত্রনায়ক সাইমনেরও। ফেসবুক লাইভে সিনেমা ইন্ডাস্ট্রির বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলার সময় এমনটা জানান এ চিত্রনায়ক।
ফেসবুক লাইভে সাইমন সাদিক বলেন, ‘পরিচালকের মাধ্যমে আমরা শিল্পীরা কাজ করি। বর্তমান সময়ে সেই পরিচালকরাই ক্রাইসিসে আছেন। তাঁরা সিনেমা পরিচালনা ছাড়া অন্য কিছুতে সম্পৃক্ত না। প্রযোজক হয়তো সিনেমার বাইরে অন্যান্য ব্যবসায় জড়িত থাকেন, কিন্তু আমাদের কয়েক শ পরিচালক আছেন, যাঁরা কাজ করতে পারছেন না। আর কাজ না করলে সংসার চলবে কীভাবে? আমি যতদুর জানি, বেশিরভাগ পরিচালকেরাই অন্য পেশার সঙ্গে সম্পৃক্ত না।’
সাইমন আরও বলেন, ‘টেকনিশিয়ানদেরও অবস্থা আরও খারাপ। তবে এটাও ঠিক, সবার অর্থনৈতিক অবস্থা এক রকম না। যেমন শাকিব ভাই ২৫ বছর ধরে এখানে কাজ করছেন। তাঁর অর্থনৈতিক অবস্থা সবার চেয়ে ভালো। তাঁর মতো সিনিয়র যাঁরা, তাঁরা সমৃদ্ধ। কিন্তু আমরা এসে দেখেছি ইন্ডাস্ট্রি ক্রাইসিসে ভরা। তাঁর মতো অর্থনৈতিক অবস্থা অন্যদের না।’