হোম > বিনোদন > সিনেমা

কলকাতায় নিজের সিনেমা মুক্তি, ঢাকায় তামিমের সঙ্গে ছবি দিলেন সৃজিত

সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’ মুক্তি পেয়েছে আজ ১৯ অক্টোবর। তবে এদিন সৃজিতকে আজ দেখা গেছে ‘শ্বশুরবাড়ি’ বাংলাদেশে। শ্বশুরবাড়িতে বসে সৃজিত দেখেছেন বাংলাদেশ-ভারতের মধ্যকার বিশ্বকাপের আজকের ম্যাচ।

আজ দুপুরে বাংলাদেশ–ভারতের ম্যাচ চলাকালীন মিথিলার সঙ্গে টেলিভিশনের সামনে থেকে একটি ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘ঢাকায় ভারত বনাম বাংলাদেশের খেলা দেখছি। যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার চেষ্টা করছি।’

সর্বশেষ আজ বিকেলে সৃজিতকে দেখা গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে সৃজিতের ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। ছবিটি ফেসবুকে শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘আরেক বাঙালির সঙ্গে ফ্যানবয় মোমেন্ট, যিনি লর্ডসে লর্ডগিরি করেছেন।’

উল্লেখ্য, বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে সেঞ্চুরিয়ানদের মধ্যে অন্যতম বাংলাদেশের তামিম ইকবাল।

প্রসঙ্গত, সৃজিতের ‘দশম অবতার’ সিনেমাটি তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দশম অবতার দিয়ে টালিউডে প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত।

দীর্ঘ ১১ বছর পর ফের পর্দায় দেখা যাবে পুলিশ কর্মকর্তা থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া প্রবীর রায় চৌধুরীকে, যে চরিত্রে আছেন প্রসেনজিৎ। আর চার বছর পর দেখা মিলবে ভিঞ্চি দা সিনেমার বিজয় পোদ্দারের, এ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর ও বিজয় হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর এই দুইজনের তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা