হোম > বিনোদন > সিনেমা

প্রযোজনায় ফিরছে সত্য সাহার পরিবার

কিংবদন্তি সংগীত পরিচালক সত্য সাহা বেশকিছু সিনেমাও প্রযোজনা করেছেন। তাঁর স্ত্রী রমলা সাহাকে দিয়ে ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’সহ কয়েকটি ব্যবসাসফল ছবি প্রযোজনা করেছিলেন তিনি। পরিবেশনা করেছিলেন ‘স্বরলিপি বাণীচিত্র’ থেকে। প্রতিটি ছবিই ছিল ব্যবসাসফল। এখনো সেরা বাংলাদেশি ছবির কথা বলতে গেলে এ ছবিগুলোর নাম থাকবে তালিকায়। তবে ১৯৯৯ সালে সত্য সাহার মৃত্যুর পর বন্ধ হয়ে যায় ছবি প্রযোজনা।

সুখবর হচ্ছে, আবারো চলচ্চিত্র নির্মাণে আসছে সত্য সাহার পরিবার। কিংবদন্তি এই সংগীত পরিচালকের ছেলে ইমন সাহা, যিনি নিজেও এই সময়ের একজন সফল সংগীত পরিচালক, পেয়েছেন জাতীয় পুরস্কারও। বাবার হাতে গড়া প্রতিষ্ঠানটি আবার জাগিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন ইমন সাহা।

তিনি বলেন, ‘এখন চলচ্চিত্রে দুর্দিন। ছবি নির্মাণ হচ্ছে না বললেই চলে। তাই মনে হলো এগিয়ে আসা উচিত। চলচ্চিত্র আমাদের ধ্যান-ধারণা। আমরা শুরু করলে হয়তো চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেওয়া অন্যরাও এগিয়ে আসবেন।’

ইমন এখন আছেন আমেরিকায়। দেশে ফিরেই ছবি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। জানা গেছে, যে ছবি দিয়ে আবার শুরু হবে সাহা পরিবারের ছবি নির্মাণ, সেই ছবির গল্প লেখা শুরু হয়েছে এরইমধ্যে। অভিনয়শিল্পী চূড়ান্ত হলেই আসবে ঘোষণা।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ