হোম > বিনোদন > সিনেমা

হাসপাতালে সব্যসাচী চক্রবর্তী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান ভারতীয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে অভিনেতার অসুস্থতার খবর জানতে অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার অনলাইন। তিনি এ প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাননি। তবে সব্যসাচী যে হাসপাতালে ভর্তি, সেই খবরে যেন ইঙ্গিত দিয়েছেন। মিঠু বলেন, ‘আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তারপর মন্তব্য করব।’

গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সব্যসাচী জানিয়েছিলেন, এবার অভিনয় থেকে সরে দাঁড়াতে চান তিনি। সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, ‘আমার সময় শেষ, এখন অবসরপ্রাপ্ত’। এমনকি জানিয়েছিলেন, ‘আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। সবাইকে আমি না করে দিচ্ছি। অনেক অফার এসেছে। অভিনয় করছি না।’

এমনকি তাঁকে এ-ও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে কিছুদিন পরেই অভিনেতা জানান, তাঁর কথার ভুল মানে করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল যে আমি আবার কবে পর্দায় ফিরব। তখন আমি বিরক্ত হয়ে জানি না বলায় সবাই যখন জিজ্ঞেস করে আমি অবসর নিচ্ছি কি না, আমি ‘‘তাহলে তাই’’ বলে দিই। আসলে আমি বিরক্ত হয়ে গেলে এমনই উত্তর দিই। আমার সেই কথারই ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

উল্লেখ্য, অভিনেতাকে সামনে দেখা যাবে ‘দেবী চৌধুরাণী’ সিনেমায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন। এ ছাড়া এই ছবিতে আছেন সব্যসাচীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি