পরীমণির ইস্যুকে কেন্দ্র করে নারীদের সন্ধ্যার পরে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা সুলতানা। তিনি বলেন ‘আমাদের সবারই সতর্ক থাকা উচিত। এই সময়ে সন্ধ্যার পরে একা মেয়ে ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়।’
আজ শনিবার (৭ আগস্ট) চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা। সেখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, ‘সংগঠনের সেক্রেটারি তাকে অনুরোধ করেছে চিঠি দেওয়ার জন্য। কিন্তু সেটা না দিয়ে সে সংবাদ সম্মেলন করেছে। ভুল তথ্য দিয়েছে। ভবিষ্যতে কেউ যেন এমন পদক্ষেপ না নেন সেদিকেও সতর্ক থাকতে হবে।’
আজ এক সভায় চিত্রনায়িকা পরীমণি ও একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেল ৫টায় এক সংবাদসম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে মিশা সওদাগর বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরীমণি ও একা দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়িত্ব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায়-দায়িত্ব শুধুমাত্র তাদেরই। এর সঙ্গে শিল্পী সমিতির কোনো সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে সেহেতু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখা হলো।