হোম > বিনোদন > সিনেমা

‘মোনা: জ্বীন-২’ সিনেমা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে উৎসর্গ

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা ‘মোনা: জ্বীন-২’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। অভিনেতার স্মৃতিতে সিনেমাটি উৎসর্গ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল ভাই। উনি যে অত্যন্ত শক্তিশালী অভিনেতা ‘‘মোনা: জ্বীন-২’’ তেও এর স্বাক্ষর রেখে গেছেন। জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল ভাইকে উৎসর্গ করেছে। জাজ মাল্টিমিডিয়া ও ‘‘মোনা: জ্বীন-২’’ পরিবার আহমেদ রুবেল ভাইয়ের জন্য দোয়া করছে যেন আল্লাহ তাঁকে জান্নাতবাসী করেন।

উল্লেখ্য, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিনেমাটি চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প।

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আহমেদ রুবেল ছাড়াও আরও অভিনয় করেছেন—তারিক আনাম খান, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’

শাকিব খানকে ছাড়াই শুরু হলো প্রিন্সের শুটিং

থ্রিলার গল্পের ওয়েব ফিল্মে ইরফান, ভাবনা ও দীঘি

রোজার ঈদে মুক্তি পাবে অপু বিশ্বাসের ‘দুর্বার’

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা উৎসব

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান