হোম > বিনোদন > সিনেমা

শৈশবের অজানা কথা সামনে আনলেন পরাণ বন্দ্যোপাধ্যায়

টালিউডের বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রধান’, টনিকের সাফল্যের পর দেব-পরাণের রসায়নের অপেক্ষায় ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে অভিনেতাকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলায়’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি সামনে আনবেন তাঁর জীবনের অজানা কিছু কথা।

অনুষ্ঠানটির টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায় তাঁর শৈশবের কথা জানিয়েছেন, নামের নেপথ্য কাহিনিও বলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার যখন পাঁচ মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমাকে তাঁর এক পিসতুতো বোনের কাছে দিয়ে দেন। ব্যস, শেষ জীবন পর্যন্ত সে-ই আমার মা।’ এরপর তিনি তাঁর নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমাকে বুকের ধন রে, ওরে আমার পরান বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ‘প্রধান’ সিনেমা। এটা দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে একজন স্কুলশিক্ষকের চরিত্রে দেখা যাবে, তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মমতা শংকর। অন্যদিকে দীপক প্রধান নামে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ড। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক