হোম > বিনোদন > সিনেমা

রাজীববিহীন ১৭ বছর

ঢাকাই ছবির একসময়ের দাপুটে অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। ২০০৪ সালে মাত্র ৫২ বছর বয়সে এই অভিনেতা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। আজ (১৪ নভেম্বর) প্রয়াত এই শক্তিমান অভিনেতার ১৭তম মৃত্যুবার্ষিকী। দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন গুণী এই অভিনেতা।

তবে খলনায়ক হিসেবে সফল হলেও অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রেও তিনি অভিনয় করেছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে রাজীব জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননা লাভ করেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার, বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।

১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে রাজীব রুপালি পর্দায় পা রাখেন। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ ছবির মাধ্যমে তারকা খ্যাতি পান। রাজীবের ‘গুরু’ বলা হয় কাজী হায়াতকে। তাঁর ক্যারিয়ারের শুরুটা ছিল ফ্লপ। রাজীবের শুরুটা ছিল নায়ক হিসেবে, কিন্তু সফল হয়েছিলেন খলনায়ক হিসেবে। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ছবিগুলো হলো—হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১), বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)।

১৯৫২ সালের ১ জানুয়ারি বাংলাদেশের অন্যতম সফল খলনায়ক রাজীব পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ