হোম > বিনোদন > সিনেমা

করোনায় আক্রান্ত কবরী হাসপাতালে

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী। কিছু শারীরিক জটিলতার কারণে এ অভিনেত্রীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ তথ‌্য নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী আপা। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।’

তিনি আরও বলেন, আপার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিনেত্রী কবরী ‘এই তুমি সেই তুমি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করছেন। পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। সরকারি অনুদানের এ চলচ্চিত্রে অভিনয়ও করছেন।

সম্প্রতি সারাদেশে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার পর একে একে বিনোদন জগতের অনেক তারকাও করোনা সংক্রমিত হয়েছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত, নির্মাতা গাজী রাকায়েত, চয়নিকা চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমিসহ আরও অনেকে।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা