হোম > বিনোদন > সিনেমা

সমালোচনার জবাবে যা জানালেন শাকিব খানের সিনেমার নির্মাতা ও প্রযোজক

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নির্মাতা ও প্রযোজকের সঙ্গে শাকিব খান। ছবি: সংগৃহীত

জুলাইয়ের শুরুতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় অ্যাকশন ঘরানার এই সিনেমায় দেখা যাবে নব্বইয়ের দশকের গল্প। এরপরেই গুঞ্জন ছড়ায়, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় শাকিব খান অভিনয় করবেন শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের চরিত্রে। অনেকেই সমালোচনা করেন। কালা জাহাঙ্গীরের মতো একজন খুনিকে কেন নায়ক বানানো হচ্ছে—এমন প্রশ্নও ওঠে। এত দিন চুপ থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন সিনেমার নির্মাতা ও প্রযোজক। জানালেন শাকিব খানকে নিয়ে তাঁরা যে সিনেমাটি বানাবেন সেটি কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর নয়।

বুধবার এক লিখিত বিবৃতিতে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়, ‘শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি করতে যাচ্ছি, সেটি নিয়ে কিছু ভুল তথ্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বলা হচ্ছে, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি সেটা কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনীনির্ভর, তথ্যটি সঠিক নয়। আমাদের প্রোডাকশন হাউস ক্রিয়েটিভ ল্যান্ড এবং পরিচালক আবু হায়াত মাহমুদের পক্ষ থেকে এই ধরনের কোনো তথ্য কোথাও দেওয়া হয়নি। পরিষ্কারভাবে জানাচ্ছি, আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনীনির্ভর নয়।’

বিবৃবিতে আরও উল্লেখ করা হয়, ‘গুলিস্তান টু গুলশান সব ধরনের দর্শকের উপভোগের কথা মাথায় রেখে আমরা লার্জার দ্যান লাইফ স্কেলে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। এটি নব্বইয়ের দশকের ঢাকাকে কেন্দ্র করে একটি গল্প, যেখানে ক্রাইম, লাভ-অ্যাকশন-ইমোশন, ফ্যামিলি ড্রামা সবকিছুই থাকবে। আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট ব্যতীত অন্য কারও দেওয়া তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না।’

এখন সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এ বিষয়ে বিবৃতিতে লেখা হয়েছে, ‘সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগস্ট মাসে আমরা সিনেমার নাম ঘোষণা করব, থাকবে আরও কিছু চমক। মেগাস্টার শাকিব খানকে চুক্তিবদ্ধ করার সময় আমাদের প্রতি আপনারা যে বিশ্বাস রেখেছেন, ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, প্রত্যাশা রাখি পুরো জার্নিতে এবং রিলিজের পরেও একইভাবে আপনাদের ভালোবাসা ও সমর্থন পাব।’

রাক্ষস সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ করলেন ইধিকা

বছর শেষে তানজিকার দুই ওয়েব ফিল্ম

নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা

দক্ষিণে সুপারস্টার হলেও বলিউডে উপেক্ষিত দুলকার সালমান

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নির্মাতা জাফর পানাহিকে কারাদণ্ড দিল ইরান

প্রিন্স সিনেমায় নাসির উদ্দিন খান, শুটিং শুরু ১৫ ডিসেম্বর

আইস্ক্রিনে আসছে শাকিবের ‘অন্তরাত্মা’

ইউরোপীয় চলচ্চিত্র উৎসবে ‘নিশি’র বাংলাদেশ প্রিমিয়ার

আসছে হৃদয় খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ট্র্যাপড’

আলোচনায় শুভ-ঐশীর অন্তরঙ্গ ছবি