মাদক নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল ৩১ আগস্ট জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর জামিন পাওয়ার খবরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারা। কেউ সন্তোষ প্রকাশ করেছেন, কেউ নীরব থেকেছেন, কেউ শুভকামনা জানিয়েছেন পরীকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান ‘অন্তরজ্বালা’ ছবিতে অভিনয় করেছিলেন পরীমণির সঙ্গে। পরীমণির জামিনের খবরে তিনি বলেছেন, ‘আমরা শিল্পী সমিতির সদস্যরা কখনোই পরীমণির বিপক্ষে ছিলাম না। আমরা কেবল সংবিধানের ধারা মোতাবেক সবার মতামতের পরিপ্রেক্ষিতে তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা তাঁর ন্যায়বিচারের পক্ষে। পরীমণি জামিন পেয়েছেন, আমরা সবাই খুব খুশি। সমিতির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন। তিনি দোষী সাব্যস্ত না হলে আমরা ফুলের মালা দিয়ে তাঁর সদস্যপদ পুনর্বহাল করব। পরীমণি আমার সহশিল্পী, ব্যক্তিগতভাবে তাঁকে আমি অভিনন্দন জানাচ্ছি।’
নির্মাতা কাজী হায়াৎ বলেন, ‘পরীর সঙ্গে আমার ওভাবে পরিচয় নেই। যতটা শুনেছি, ওর লাইফস্টাইলটা একটু ভিন্ন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো সে এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে।’
পরীমণির জামিনের খবর পেয়ে চিত্রনায়িকা অঞ্জনা ফেসবুকে পোস্ট শেয়ার করে মন্তব্য জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ পরীমণির জামিন মঞ্জুর। সঠিক পথে এগিয়ে চলে নিজের জীবনকে আরও সুন্দর করবে। আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধময় করবে তোমার প্রতিভাময় সুঅভিনয় দিয়ে। এই আশীর্বাদ করি। পরীমণির পাশে আমি সব সময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।’
অভিনেত্রী বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিনেতা শহীদুজ্জামান সেলিমকে কল করলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। ফেসবুকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনিও কোনো মন্তব্য করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুজন অভিনেতা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।