হোম > বিনোদন > সিনেমা

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত শাবনূর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা শাবনূর। সিনেমায় নেই অনেক দিন। আছেন দেশের বাইরে। অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। সন্তানকে নিয়ে থাকেন ভাইবোনদের সঙ্গে। সেখান থেকে প্রায়ই খবরের শিরোনামে আসেন। কখনো ইউটিউব নিয়ে, কখনোবা স্ট্যাটাসে। আজ ২৯ ডিসেম্বর শাবনূরের একমাত্র ছেলে আইজানের জন্মদিন। এদিনে ছেলের সঙ্গে ছবি দিয়ে ফেসবুকে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। তবে শাবনূরভক্তদের জন্য দুঃসংবাদ রয়েছে। এই অভিনেত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। বর্তমানে হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। শাবনূরের ছেলে আইজান সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘জন্মদিনে আম্মুকে পাশে পাচ্ছি না। সবাই দোয়া করবেন। আম্মু হাসপাতালে ভর্তি আছেন।’

শাবনূরের বোন ঝুমুর বলেন, ‘সপ্তাহ থেকে জ্বর ছিল। এরপর তাঁর করোনা টেস্ট করানো হলে করোনা পজিটিভ আসে। বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু হঠাৎ আজ একটু সমস্যা অনুভব করলে অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হন।’

প্রখ্যাত পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান। একে একে এ জুটি সুপারহিট ছবি উপহার দিতে থাকেন।

সালমানের অকালমৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তাঁর চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাঁকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার