হোম > বিনোদন > সিনেমা

সত্যজিৎ-মৃণালের সিনেমার সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখোপাধ্যায়ের মৃত্যু

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাউন্ড রেকর্ডিস্ট অনুপ মুখোপাধ্যায় মারা গেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭০ বছর বয়সী প্রখ্যাত এই শব্দশিল্পী। সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষসহ পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি।

নির্মাতা অতনু ঘোষ এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনুপ মুখোপাধ্যায়। বাংলা তথা ভারতীয় সিনেমার শব্দ ঘিরে যে নামটা বেশ কয়েক দশক ধরে ওতপ্রোতভাবে জুড়ে আছে। চারবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায়, তপন সিংহ থেকে শুরু করে কত অসংখ্য পুরোনো-নতুন, নামী-অনামী নির্দেশকের ছবিতে কাজ করেছেন। আমিও তাঁদের মধ্যে একজন। পাঁচটা ছবিতে অনুপদার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। ভাবছিলাম, যা যা শিখেছি, তার মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

হরনাথ চক্রবর্তীর একাধিক সিনেমার সাউন্ড ডিজাইনারও ছিলেন প্রয়াত অনুপ মুখোপাধ্যায়। পরিচালক লিখেছেন, ‘আমার যত হিট সিনেমা অনুপদার সঙ্গে। ‘প্রতিবাদ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’—সবই। আগে লুপ ডাবিং হতো, পরে রিল ডাবিং এল। অনুপদার থেকে কাজ শিখেছি। কলকাতায় প্রথম ডিজিটাল মিক্সিং স্টুডিও তৈরি করেছিলেন। সত্যজিৎ রায়, মৃণাল সেন একটা সময় অনুপ ছাড়া কাজই করতেন না। ওর চলে যাওয়াটা খুবই মর্মান্তিক।’

বাংলাদেশের অভিনেতা শাহেদ আলী ফেসবুকে স্মরণ করেছেন অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার স্মৃতি। তিনি লিখেছেন, ‘শব্দশিল্পী অনুপ মুখোপাধ্যায়ের সঙ্গে ‘মনের মানুষ’ সিনেমায় কাজ করার স্মৃতি সারা জীবন মনে থাকবে। একটা বিশাল ইনস্টিটিউট চলে গেলেন আজ। ভালো থাকবেন অনুপদা।’

উল্লেখ্য, সম্প্রতি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের ‘নয়ন রহস্য’ সিনেমার ডাবিং শেষ করেছিলেন অনুপ। বাকিটা অসম্পূর্ণই রয়ে গেছে। না ফেরার দেশে পারি দিলেন টালিউডের শব্দের কারিগর।

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

নেপালের জমসম শহরে মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন সুনেরাহ-রেহান

সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা

শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী দিনের সিনেমা

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা