হোম > বিনোদন > সিনেমা

কোয়েলের ভাইফোঁটার ভিডিও দেখে হারানো ছেলেকে ফিরে পেল স্বজনেরা

গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার ‘ঈশ্বর’ নামক এক সংস্থার আয়োজনে ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। সেখানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই এক সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।

কোয়েলের শেয়ার করা ছবি থেকে নিজেদের হারানো ছেলেকে ফিরে পেল মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় নামের এক ছেলে ফিরল নিজের পরিবারের কাছে। এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখেছেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিও দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে কোয়েল বলেন, ‘আমি ম্যাজিকে বিশ্বাস করি। আর মানুষের জীবনের সবটাই ভাগ্যে লেখা থাকে। ঈশ্বর না চাইলে জীবনে কোনোটাই হয় না। আমার মনে হয়, আমি ভাই ফোঁটা দিতে না গেলেও বা ভিডিও না করলেও এই সময় কোনো না কোনভাবে হারানো পরিবারকে খুঁজে পেত সুজয়। অবশ্যই ভীষণ ভালো লাগছে আমার। সত্যিই একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে।’

উল্লেখ্য, পূজাতে মুক্তি পেয়েছে কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ সিনেমাটি। যার পরিচালনায় ছিলেন অরিন্দম শীল। যদিও বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

দৃশ্যের খোঁজে শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

মারা গেছেন চিত্রগ্রাহক ও পরিচালক আব্দুল লতিফ বাচ্চু

ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা: গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রযোজকের

প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে রুনা খান

নকলের অভিযোগ নিয়ে মুখ খুললেন নির্মাতা হৃদয়

এ বছর নজর কাড়বে যেসব সিনেমা

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

চলচ্চিত্রে ২০২৫ সালের আলোচিত ৫ ঘটনা

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক