নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দুজনই বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ। ২০১০ সালে ঘর বাঁধেন তাঁরা। এ বছরের ৫ জানুয়ারি তাঁদের সংসারে আসে নতুন অতিথি। মেয়ে ইলহাম নুসরাত ফারুকীকে নিয়ে দারুণ কাটছে তাঁদের দিনগুলো। এরই মধ্যে আজ (১৬ জুলাই) এক যুগ পূর্ণ হলো ফারুকী-তিশার বৈবাহিক সম্পর্কের।
এত দিন মেয়ে ইলহামের কোনো ছবি প্রকাশ্যে আনেননি এ জনপ্রিয় দম্পতি। বিভিন্ন সময়ে ফারুকী কিংবা তিশা সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও আড়ালেই রেখেছিলেন ইলহামকে। অবশেষে বিয়ের এক যুগ পূর্তিতে আড়াল ভাঙলেন তাঁরা। প্রকাশ করলেন মেয়ের ছবি।
ফারুকী আরও লেখেন, ‘কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই ১২ বছরের। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি, সামনে আরও মধুর-অম্ল সব স্মৃতি জমা হবে আমাদের ভান্ডারে।
আর তিশা লিখেছেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচাইতে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’