ফ্রান্সের প্যারিসে বাংলাদেশের সিনেমার জয়জয়কার। প্যারিসে সিনেমা ল্যঁ লিংকনে গঁজ স্যুর সেইন ফেস্টিভ্যালে পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা। উৎসবের চারটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ এবং দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’।
সৌদের ‘শ্যামা কাব্য’র চারটি বিভাগে পুরস্কারের মধ্যে রয়েছে বিশেষ জুরি পুরস্কার, সেরা মৌলিক চিত্রনাট্য পুরস্কার (বদরুল আনাম সৌদ), বেস্ট পিকচার অ্যাওয়ার্ড (ইশতিয়াক হোসেন) ও শ্রেষ্ঠ সম্পাদনার পুরস্কার (বদরুল আনাম সৌদ)। অন্যদিকে শ্রেষ্ঠ মৌলিক সংগীত পুরস্কার (লাবিক কামাল গৌরব), সেরা সাউন্ড অ্যাওয়ার্ড (অমিত কুমার দত্ত ও সুজার মাহমুদ) জিতেছে সামিয়া জামান প্রযোজিত শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’।
২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে বদরুল আনাম সৌদ নির্মাণ করেছেন ‘শ্যামা কাব্য’। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।
পরিচালনার পাশাপাশি ‘শ্যামা কাব্য’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।
সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন পরিচালক শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড অর্জন করে। এ ছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ডেব্যু সম্মান পেয়েছে ছবিটি।
একজন রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে ‘আজব কারখানা’র ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী।
‘আজব কারখানা’র সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ।