আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো ছবি ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেতে যাচ্ছে দেশের পর্দায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি ঢাকায় মুক্তি পাবে। তার আগে ছবিটি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কোপ২৬-এ দেখানো হবে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় এই আসরে ৮ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের এই ছবি। সম্মেলনে পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই ছবির মূল বিষয়। ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। আবহসংগীত করেছেন অর্ণব। ছবির অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করেছি। একটি চমৎকার আবহে কাজটি করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি, সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি ছবি মানসম্মত হয়। আমি আশাবাদী ছবিটি আমাদের চলচ্চিত্রজগতে নতুন মাত্রা যোগ করবে।’