হোম > বিনোদন > সিনেমা

জায়েদ খানকেই সেক্রেটা‌রি হিসেবে পেলেন ই‌লিয়াস কাঞ্চন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সন্ধ্যার পর থে‌কে অনেকবার ফলাফল প্রকাশের গুঞ্জন র‌টেছিল। শিল্পীরা প্রতিবারই বিভিন্ন মাধ্যমে নিশ্চিত করেছিলেন, 'শিল্পী সমিতির ভোট গণনা এখনো চলছে, বিভ্রান্ত হবেন না।'

অবশেষে শ‌নিবার ভো‌রে বহুল প্রতীক্ষিত সেই ফলাফলটা এল। শিল্পী সমিতির আগামী দুই বছ‌রের জন‌্য সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তি‌নি পে‌য়ে‌ছেন ১৯১‌টি ভোট। বিপরী‌তে মিশা সওদাগর পে‌য়ে‌ছেন ১৪৮‌টি ভোট।

আর ১৭৬ ভোট পে‌য়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার বিপরী‌তে নিপুণ পে‌য়ে‌ছেন ১৬৩টি ভোট।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক। সাংগঠ‌নিক সম্পাদক পদে জয়ী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন, আর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

এছাড়া জয়ী হ‌য়ে ১১ জ‌নের কার্যকরী সদস্য পদের তা‌লিকায় নাম লি‌খি‌য়ে‌ছেন মিশা-জায়েদ প্যানেল থেকে অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, সুচরিতা, আলীরাজ, মৌসুমী, চুন্নু এবং কাঞ্চন-নিপুণ প্যানেলের ফেরদৌস, কেয়া, জেসমিন ও অমিত হাসান।

শ‌নিবার ভোর ৫টা ৫০ মি‌নি‌টে নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এ ফলাফল ঘোষণা ক‌রেন। তি‌নি জানান, শিল্পী স‌মি‌তির মোট ভোটার ৪২৮ জন। ভোট দি‌য়ে‌ছেন ৩৬৫ জন। বা‌তিল হ‌য়ে‌ছে ২৬‌টি ভোট। সুতরাং ৩৩৯টি ভোট নি‌য়ে এবার প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রে‌ছেন শিল্পীরা।

আরও পড়ুন:

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’