সিনেমা হলে মুক্তির জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। পরে ১১ মার্চ দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। চরকির প্রযোজনায় ‘গুণিন’ প্রথম সিনেমা, যেটি ওটিটিতে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
সিনেমা হলে মুক্তির পর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ এবার আসছে ওটিটিতে। চরকিতে আগামী ২৪ মার্চ রাত ৮টা থেকে দেখা যাবে সিনেমাটি। দর্শক এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন ‘গুণিন’।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। আছেন দিলারা জামান, ইরেশ যাকের, পরীমণি, শরিফুল রাজ, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী প্রমুখ।
দেখুন ‘গুণিন’ সিনেমার ট্রেলার:
দেখুন ‘গুণিন’ সিনেমার গান ‘ঘোমটা খুলে বদন তুলে’: