ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ১৬তম দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে প্রায় সাড়ে চার হাজার মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় হামলা আরও জোরদারের হুমকি দিয়েছে ইসরায়েল।
ইজিপ্ট টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, এই সংঘাতময় পরিস্থিতিতে ফিলিস্তিনের পক্ষে মার্কিন কংগ্রেসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন আমেরিকায় বসবাসকারী ইহুদিদের অনেকে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। আর এই মিছিলে যোগ দিয়েছেন সিরীয় বংশোদ্ভূত আরব অভিনেত্রী সুজান নাদিম আলদিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন সুজান। যেখানে মার্কিন কংগ্রেসের সামনে জড়ো হয়ে এই বন্ধের দাবিতে আন্দোলন করছেন ইহুদিদের অনেকে। কোনো ধরনের অজুহাত না দেখিয়ে ফিলিস্তিন ইস্যুতে সবাইকে আওয়াজ তুলতে আহ্বান জানিয়েছে তাঁরা।
এর আগেও বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা রেখেছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিরিয়া সংকট নিয়েও নানা সময় আলোচনায় এসেছে সুজানের নাম।