হোম > বিনোদন > সিনেমা

‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি উপলক্ষে বগুড়ায় যুবলীগের আয়োজনে ব্যাপক প্রচারণা

বগুড়া প্রতিনিধি

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্ভর চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এর মুক্তি উপলক্ষে বগুড়ায় আনন্দ-শোভাযাত্রা করা হয়েছে। এতে অংশ নেন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আহমেদ রুবেল। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানা নিবেদিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এ বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান।

আগামীকাল শুক্রবার ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথা এলাকায় সিনেমার প্রচারণার জন্য এ আয়োজন করে জেলা যুবলীগ। 

এতে চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম, কলা-কুশলী এবং স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মুজিব মঞ্চে সিনেমাটির প্রচারণা সভার আয়োজন করা হয়। 

‘চিরঞ্জীব মুজিব’ পরিচালনা করেছেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম। এ সিনেমার সংলাপও লিখেছেন তিনি। 

প্রচারণা আয়োজনে নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি অংশমাত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানা সংগ্রাম আর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে “বঙ্গবন্ধু” হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ণ করার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়।’ 

চলচ্চিত্রটির নির্মাতা আরও বলেন, ‘নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে পাঁচ বছর ধরে নিরলস কাজ করে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা নিবেদিত “চিরঞ্জীব মুজিব” বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে। আপাতত দেশের একমাত্র এই সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হলেও, পর্যায়ক্রমে সেটি সারা দেশের সিনেমা হল বা সিনেপ্লেক্সে প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে।’ 

বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের স্বত্বাধিকারী রোকনুজ্জামান ইউনুস রুবেল বলেন, শুক্রবার বিকেল ৩ টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টার দিকে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমা প্রদর্শিত হবে। এ ছাড়া শনিবার বেলা ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টার দিকে মধুবন সিনেপ্লেক্সে ‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শন করা হবে।

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি