মাদক সেবন নিয়ে তদন্ত চলার মধ্যেই অস্কার বিজয়ী কোরীয় সিনেমা প্যারাসাইটের আলোচিত অভিনেতা লি সং গিউন মারা গেছেন। আজ বুধবার ভোরে সিউলের একটি পার্কে গাড়ির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, অভিনেতা লি সং গিউনের বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা দেখে সেটিকে একটি সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। লির স্ত্রী জানিয়েছেন, অভিনেতা যখন বাড়ি থেকে বেরিয়ে যান, তারপর তিনি নোটটি পান।
অস্কার বিজয়ী ‘প্যারাসাইট’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লি। এতে তিনি একজন ধনী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার আরও একাধিক সিনেমায় অভিনয় করেছেন যেমন–‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’ ইত্যাদি। এ ছাড়া তিনি কোরিয়ার প্রথম অরিজিন্যাল সিরিজ ডক্টর ব্রেনেও কাজ করেছেন। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।