বিতর্ক আর সঞ্জয় দত্ত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যেন। আবারও বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে সঞ্জুবাবার সাক্ষাতের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। সাবেক পাক প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের ছবি নিয়ে নেটিজেনদের তোপের মুখে তিনি। কার্গিল যুদ্ধের জন্য দায়ী ব্যক্তির সঙ্গে কীভাবে বলিউড অভিনেতা দেখা করতে পারলেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দুবাইয়ে পারভেজ মোশাররফের সঙ্গে দেখা করেছেন সঞ্জয় দত্ত এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হুইলচেয়ারে বসে সাবেক পাক প্রেসিডেন্ট, আর তাঁর সঙ্গে কুশল বিনিময় করছেন ‘মুন্নাভাই’। তবে কখন তাঁরা সাক্ষাৎ করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে নানা আইনি জটিলতায় জর্জরিত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। চিকিৎসার জন্য ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে যান মোশাররফ। এর পর আর পাকিস্তানে ফেরেননি তিনি। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানের সেনা প্রধান ছিলেন মোশাররফ।