হোম > বিনোদন > সিনেমা

‘মৃধা বনাম মৃধা’ দিয়ে বড় পর্দায় আসছেন নোভা

টিভি নাটক ও বিজ্ঞাপনের একসময়ের পরিচিত মুখ ফারদিন ফিরোজ নোভা অনেকদিন ধরেই ক্যামেরার সামনে অনিয়মিত। বছরজুড়ে হাতে গোনা কয়েকটি কাজে দেখা যায় তাঁকে। এই অভিনেত্রী এবার বড়সড় খবর দিলেন।

ক্যারিয়ারের প্রথম ছবিতে অভিনয় করেছেন নোভা। ছবির নাম ‘মৃধা বনাম মৃধা’। এতে নোভার নায়ক হয়েছেন সিয়াম আহমেদ। বানিয়েছেন রনি ভৌমিক। নোভা বলেন, ‘প্রায় ১৬ বছর ধরে অভিনয় করি। সেই শুরু থেকেই চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখতাম। সব সময় ভেবেছি, আমার প্রথম ছবি হবে দর্শকদের হৃদয়ে দাগ কাটার মতো। এবার সেই সুযোগ হয়েছে।’

‘মৃধা বনাম মৃধা’ ছবির গল্পে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।

নোভা বলেন, ‘যখন মডেলিং ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতাম, তখন অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। পছন্দমতো ছবি ও চরিত্র পাইনি বলে করা হয়নি। এবার চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র পেলাম। তাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’

‘মৃধা বনাম মৃধা’ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হবে নোভার। অভিনেত্রী জানিয়েছেন, বেশ গুছিয়ে ছবির শুটিং হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই মুক্তির জন্য প্রস্তুত হবে ‘মৃধা বনাম মৃধা’।

টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ ছবিতে সিয়াম–নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি প্রমুখ। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নোভা।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ