টিভি নাটক ও বিজ্ঞাপনের একসময়ের পরিচিত মুখ ফারদিন ফিরোজ নোভা অনেকদিন ধরেই ক্যামেরার সামনে অনিয়মিত। বছরজুড়ে হাতে গোনা কয়েকটি কাজে দেখা যায় তাঁকে। এই অভিনেত্রী এবার বড়সড় খবর দিলেন।
‘মৃধা বনাম মৃধা’ ছবির গল্পে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ছবির শুটিং। শেষ হয়েছে আগস্টের প্রথম সপ্তাহে।
‘মৃধা বনাম মৃধা’ ছবি দিয়েই বড়পর্দায় অভিষেক হবে নোভার। অভিনেত্রী জানিয়েছেন, বেশ গুছিয়ে ছবির শুটিং হয়েছে। সম্পাদনার কাজ শেষ হলেই মুক্তির জন্য প্রস্তুত হবে ‘মৃধা বনাম মৃধা’।
টোস্টার প্রোডাকশন প্রযোজিত এ ছবিতে সিয়াম–নোভা ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি প্রমুখ। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নোভা।