চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগে কথা বলতে না পারলেও তিনি এখন কথা বলতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা উন্নতির কারণে আইসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। কথা বলছেন, নামাজ পড়ছেন বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি আরও বলেন, ‘স্বাভাবিক খাবার খাচ্ছেন। হাঁটছেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন, কথা দিয়েছেন।’
জায়েদ যোগ করেন,‘ভাবীর প্রতি অসীম কৃতজ্ঞতা। একজন আদর্শ স্ত্রী। ফারুক ভাই ভাগ্যবান ওনার মত জীবনসঙ্গী পেয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মিয়া ভাই। সবাই দোয়া করবেন।’
গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন ঢাকা-১৭ আসনের এই সাংসদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।