হোম > বিনোদন > সিনেমা

শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পাবেন অভিমানী গৃহবধু

শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করেন এক গৃহবধু। অভিমান করে আত্মহত্যার চেষ্টাও করেন মাদারগঞ্জ উপজেলার ওই গৃহবধূ। জানা গেল বিশেষ ব্যবস্থাপনায় শাকিবের শুটিং দেখা ও তাঁর সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন ওই নারী।

শাকিব খান বর্তমানে জামালপুরে ‘গলুই’ ছবির শুটিং করছেন। তাকে এক নজর দেখতে মানুষের ঢল নেমেছে। প্রিয় নায়ককে এতো কাছে পেয়ে দেখতে চেয়েছিলেন মাদারগঞ্জ উপজেলার সুমাইয়া নামের এক গৃহবধূ। কিন্তু স্বামী বাঁধা দেয়ায় অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।

সোমবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে ঝুলানো অবস্থায় মাটিতে নামান। ওই গৃহবধূর স্বামী ঘটনার সত্যতা স্বীকার পেয়েছেন। তিনি জানান, ‘জামথল ঘাটে শাকিব খানের শুটিং দেখার জন্য আমার স্ত্রী বায়না ধরে। তিনি জন্ডিস রোগে আক্রান্ত থাকায় পরে দেখাতে নিয়ে যেতে চেয়েছিলেন। সেই অভিমানে স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালায়।’

‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘শুনেছি তারা নবদম্পতি। আত্মহত্যা মহাপাপ। ওই পরিবারকে নৈশভোজের জন্য দাওয়াত করবো। শাকিব খান ও পূজা চেরি উভয়ই উপস্থিত থাকবেন। আমরাও থাকবো।’

শাকিব নিজেও এই ঘটনার কথা জেনেছেন। স্থানীয় এক পত্রিকা মারফত এই খবর জেনে তিনি বিস্মিত হয়েছেন। তিনি জানান, ওই দম্পতিকে ছবির শুটিং সেটে নিয়ে আসতে বলেছেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার