হোম > বিনোদন > সিনেমা

শেষ মুহূর্তে পিছিয়ে গেল সিয়াম-পূজার ‘শান’

সবকিছুই প্রস্তত ছিল। এক দিন আগেও মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করে ‘শান’ নিয়ে অনেক প্রত্যাশার কথা শুনিয়েছিলেন ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু মুক্তির দুই দিন আগে বুধবার সন্ধ্যায় জানানো হলো, ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে না শান।

এরই  মধ্য দিয়ে দীর্ঘদিন আটকে থাকা শান আবারও মুক্তির দৌড়ে পিছিয়ে গেল। ২০২২ সালের প্রথম ছবি হিসেবে যে ট্যাগলাইন দেওয়া হচ্ছিল শানকে, সেটা থেকেও বঞ্চিত হলো ছবিটি।

বুধবার সন্ধ্যায় ছবিটির গল্পকার আজাদ খান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন শান মুক্তি স্থগিতের খবর। তিনি লিখেছেন, ‘আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু করোনার ক্রমবর্ধমান গতিতে শান ৭ জানুয়ারিতে আসবে না, দুঃখিত।’

এ বিষয়ে কথা হয় শান ছবির পরিচালক এম রাহিমের সঙ্গে। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে এই মুহূর্তে ছবিটি মুক্তি দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে না। এখন দর্শক হলে এলে ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। তাই আমরা সবাই মিলে মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি ভালো হলে আসবে শান। আশা করি, দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন।’

মানব পাচারের গল্প নিয়ে তৈরি শান ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা