নির্মাতা অংশুমান প্রত্যুষের নতুন ছবির ট্রেলার এল সোমবার। ছবির নাম ‘নির্ভয়া’। ট্রেলারে উঠে এল এক অন্য ‘নির্ভয়া’র গল্প। সোমবার সকালে প্রকাশ হওয়ার পর প্রশংসা কুড়াচ্ছে ছবিটির ট্রেলার।
১৩ বছরের এক কিশোরী গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বোনা হয়েছে ছবির গল্প। পিয়ালী নামের এক প্রাণোচ্ছল মেয়ে দুর্ভাগ্যবশত গণধর্ষণের শিকার হয়। সে কোমায় চলে যায়। এমনকি তার বেঁচে থাকার সম্ভাবনাও তখন খুব কম ছিল। প্রায় ৬ মাস পর কোমা থেকে জেগে জানতে পারে, গণধর্ষণের ফলে সে গর্ভবতী হয়ে পড়েছে। এই ক্রাইসিস নিয়েই এগোয় ছবির গল্প।
‘নির্ভয়া’ ছবিতে ১৩ বছরের কিশোরী পিয়ালী চরিত্রে অভিনয় করেছেন হিয়া দে। এটিই তার প্রথম ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রীলেখা মিত্র, প্রিয়াংকা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।
দেখুন ‘নির্ভয়া’ ছবির ট্রেলার: