হোম > বিনোদন > সিনেমা

ছয় বছর পর দ্বিতীয় ছবিতে সোনিয়া

মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা সোনিয়া হোসেইনের প্রথম ছবি ‘ইউটার্ন’। আলভী আহমেদের পরিচালনায় ২০১৫ সালে এ ছবি দিয়েই চলচ্চিত্রে আসেন সোনিয়া। এরপর দীর্ঘ বিরতি।

ছয় বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ছবিতে হাজির হচ্ছেন সোনিয়া। ছবির নাম ‘১৯৭১ সেইসব দিনগুলো’। সরকারি অনুদানের ছবিটি বানাচ্ছেন হৃদি হক। এতে বিশেষ একটি গানে গুরুত্বপূর্ণ চরিত্রে পারফর্ম করতে দেখা যাবে সোনিয়াকে।

সোনিয়া জানান, সরকারি অনুদানের ছবিতে সিনেমায় কাজ করার প্রবল আগ্রহ ছিল তাঁর। পরিচালক হৃদির মাধ্যমে দীর্ঘদিনের সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

সম্প্রতি সোনিয়া রাজধানীর পুরান ঢাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। যে গানে পারফর্ম করছেন তিনি, সেই গানের শিরোনাম ‘ইয়ে রোশান সিতারে’। উর্দু ভাষার গান। দেবজ্যোতি মিশ্রর সুর–সংগীতে গানটি গেয়েছেন তৃষা চ্যাটার্জি। সোনিয়া বলেন, ‘আমি নিশ্চিত, এই গান আপনাকে ৭০ দশকে নিয়ে যাবে। প্রথমবার যখন গানটি শুনবেন, তখনই এর প্রেমে পড়ে যাবেন।’

সরকারি অনুদানের ছবিতে কাজের প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, ‘এর আগে হৃদি আপার নির্দেশনায় নাটকে কাজ করেছি। তবে ছবিতে কাজ করতে এসে আমার মনে হলো, যারা তরুণ মেধাবী নির্মাতা অনুদান পেয়ে ভালোভাবে ছবি বানাতে চান, তাদের জন্য অনুদানের পরিমাণটা আরও বাড়িয়ে দেয়া উচিত। তাতে কাজটাও অনেক ভালো হয়। হৃদি আপা খুব যত্ন করে কাজটি করছেন। আমিও ভীষণ আশাবাদী ছবিটি নিয়ে।’

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ