হোম > বিনোদন > সিনেমা

কেমন আছেন দুর্ঘটনায় আহত অভিনয় শিল্পীরা

বিনোদন ডেস্ক

রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা শরিফুল ইসলাম রাজ ও লাক্সতারকা নাজিফা তুষিসহ পাঁচ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান এভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।

আহত অপর তিন জন হলেন, অভিনেতা খাইরুল বাসার, জোনায়েদ বোগদাদি ও শরিফুল রাজের বন্ধু নাফিজ।

ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে আহতদের সর্বশেষ অবস্থা জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি বলেছেন, জোনায়েদ আইসিইউতে আছে। কাল সার্জারি করবে। তবে আলহামদুলিল্লাহ, এখন শঙ্কামুক্ত। কথা বলতে পারছে। নাফিস (রাজের বন্ধু) আইসিইউতে আছে, সার্জারি লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। নাজিফা তুষির ঘাড়ের হাড় সরে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছে। শরিফুল রাজের একটি হাতের জয়েন্ট ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। খায়রুল বাসারের বুকের পাঁজরের দুটি হাড় ভেঙেছে, চিকিৎসা চলছে। সুস্থ আছে।

তিনি যোগ করেন, সারারাত হাসপাতালে থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরে অনেক সাংবাদিক ভাই এবং মিডিয়ার সহকর্মী বন্ধুদের ফোন ধরতে পারিনি। ফোন ধরতে না পারার জন্য দুঃখিত। আপনারা ওদের সবার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।

‘একই দিনে আরেকটি দুঃসংবাদ, পরিচালক জাকারিয়া সৌখিন হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। প্রচণ্ড অস্থির আর মন খারাপ করা একটা সময়। আল্লাহ আমাদের ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার শক্তি দিক।’

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণে শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আহতদের উদ্ধার করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শরিফুল ইসলাম রাজ, নাজিফা তুষি ও খায়রুল বাসার ব্যাপক আলোচনায় রয়েছেন।

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ঝুট ব্যবসা নিয়ে ঈদের সিনেমা ‘কাট-পিস’

দুই সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ডলি জহুর

তৈরি হবে ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের দ্বিতীয় সিজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ