রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে পর্দায় আসছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। জুটি বাঁধছেন পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি পিরিয়ড ড্রামা তৈরি করছেন দেবালয়। সেই ছবিতেই অভিনয় করবেন যিশু। জানা গেছে, ইতিমধ্যে যিশুর সঙ্গে প্রযোজনা সংস্থার কথা পাকাপাকি হয়েছে।
বলা যায়, এই প্রথম রবীন্দ্রনাথের বার্ধক্যের ওপর ছবি তৈরির সম্ভাবনা তৈরী হয়েছে। এর আগে কবিগুরুর ছেলেবেলা এবং যৌবনকাল পর্দায় ফুটে উঠেছে বিভিন্ন ছবিতে। পরিচালক দেবলায় এমনই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। দেবালয় তাঁর প্রথম ছবি ‘বিদায় ব্যোমকেশ’-এর মতো এই ছবিতেও যে বাজিমাত করবেন সেই বিশ্বাস আছে সিনেমাপ্রেমীদের। ছবিটি প্রযোজনা করবে ভারতের প্রথম সারির একটি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আপাতত সেই নাম জানা যায়নি।