কুড়িগ্রামের বীর মুক্তিযোদ্ধা তারামন বিবির নাম সবারই জানা। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাব প্রদান করে। এবার সেই তারামন বিবিকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র।
ছবির নাম ‘তারামন’। এতে তারামন বিবির চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন নির্মাতা আমিনুর ইসলাম লিটন। ‘তারামন’ ছবিটি পরিচালনা করবেন তিনি। ছবিতে উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত আছেন নাসির উদ্দিন ইউসুফ।
এত দিন বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করলেও ‘তারামন’-এর মতো ছবিতে কাজ করার ইচ্ছা ছিল তানহার। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর।
তানহা বলেন, ‘তারামন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। বেশ কিছুদিন ধরে তাঁকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ছি। তাঁর সংগ্রাম, ত্যাগ, সংকটগুলো বুঝতে চেষ্টা করছি।’ জানা গেছে, ডিসেম্বরে শুরু হবে ‘তারামন’ ছবির শুটিং।