হোম > বিনোদন > সিনেমা

পাঁচ হলে মিষ্টি প্রেমের গল্প ‘ইতি চিত্রা’

নব্বইয়ের দশকে মফস্বলের কলেজপড়ুয়া একজোড়া তরুণ-তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইতি চিত্রা’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাইসুল ইসলাম অনিক। অভিনয় করেছেন নতুন জুটি রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। এ সিনেমা দিয়ে অভিষেক হচ্ছে ঋতুর। এর আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় আসছেন ইভন। 

ইভন বলেন, ‘এই প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলাম। নার্ভাসনেস ও এক্সাইটমেন্ট দুটোই কাজ করছে। ভয়ও লাগছে। আমরা আমাদের কাজ করেছি। এখন দর্শকদের রায় দেওয়ার পালা।’

বরিশালের মেয়ে জান্নাতুল ঋতু এবারই প্রথম দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। ঋতু বলেন, ‘এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। অপেক্ষায় আছি দর্শক আমাকে কীভাবে নেবে সেটার জন্য।’ 
নির্মাতা রাসেলও প্রথম সিনেমা ইতি চিত্রা। বড় পর্দায় কাজে নামার আগে বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটক নির্মাণ করে নিজেকে প্রস্তুত করেছেন তিনি।

সিনেমার জন্য গল্পটা ঠিক করেছিলেন ২০১০ সালে। এক যুগ পর সিনেমার স্বপ্ন পূরণ হচ্ছে তাঁর। রাসেল বলেন, ‘ইতি চিত্রা সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণের। গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিয়ে কাজ করেছি।’

ইভন-ঋতু ছাড়া ইতি চিত্রা সিনেমায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইতি চিত্রা।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার