২০১৩ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শিমুল খান। অল্পদিনেই খল চরিত্রে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এ পর্যন্ত ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন শিমুল, মুক্তি পেয়েছে ৩৫টি।
অনেকদিন নতুন কোনো ছবির খবরে নেই শিমুল খান। তবে নতুন যে খবর তিনি জানালেন, তা খানিকটা চমকে দিলো—বলতেই হয়। চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তিনি।
‘সাদা মনোলিথ’ নামের ছবি দিয়েই হচ্ছে নির্মাতা হিসেবে তাঁর হাতেখড়ি। ছবিটি পরিচালনার জন্য ১১ জানুয়ারী তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মীর শহীদ পিকচার্স-এর সঙ্গে।
শিমুল খান বলেন, ‘বহু আগেই ঠিক করে রেখেছিলাম, অভিনয়ের পাশাপাশি একসময় চলচ্চিত্র নির্মাণ করব। নিজের লেখা কিছু বাস্তবভিত্তিক গল্পে কয়েকটি ছবি বানানোর ইচ্ছে আছে। অভিনেতা হিসেবে আমার সব ভুল-ত্রুটি দূরে ঠেলে চলচ্চিত্র নির্মাতা হবার এই যাত্রায় সবাইকে পাশে চাই।’
তিনি জানিয়েছেন, বঙ্গোপসাগরের একটি দ্বীপে আগামী মার্চের গোড়ার দিকে শুরু হবে ‘সাদা মনোলিথ’ ছবির শুটিং।
তবে কারা অভিনয় করবেন এ ছবিতে, তা জানাননি নির্মাতা। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চের অভিনয়শিল্পীদেরকে দেখা যাবে ‘সাদা মনোলিথ’ ছবিতে।
মূলত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার লক্ষ্যেই নির্মিত হচ্ছে ‘সাদা মনোলিথ’।