হোম > বিনোদন > সিনেমা

শাকিব খানের সঙ্গে এসএমসির সমঝোতা

গত সেপ্টেম্বরে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসএমসি এন্টারপ্রাইজের কাছে চার কোটি টাকা দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। বিজ্ঞাপনের চুক্তির মেয়াদ শেষেও প্রচার করায় এসএমসি এন্টারপ্রাইজের এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

তাঁর পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন। কিন্তু গতকাল রোববার নিজের ফেসবুক পেজে আবারও পণ্যটির প্রচারণায় দেখা গেছে শাকিব খানকে।

এ প্রসঙ্গে আইনজীবী ওলোরা আফরিন আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ অক্টোবর এসএমসির সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। নতুন করে চুক্তিও হয়েছে, সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন শাকিব খান।’

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব খান। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল এসএমসির। এরপর মেয়াদ শেষ হলে এসএমসি এন্টারপ্রাইজকে আইনি নোটিশ পাঠান চিত্রনায়ক। তবে আবারও সমঝোতা হওয়ায় নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব বর্তমানে নতুন সিনেমা ‘দরদ’-এর কাজে ভারতের বেনারসে অবস্থান করছেন। ইতিমধ্যে শুরু হয়েছে তাঁর প্রথম প্যান ইন্ডিয়া সিনেমার শুটিং। সিনেমাটিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান

সৌদির রেড সি ফেস্টিভ্যালে সেরা রোহিঙ্গা ভাষার ‘লস্ট ল্যান্ড’

ঈদে মুক্তি পাবে ‘ট্রাইব্যুনাল’

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করলেন সোনিয়া, জানালেন কেমন আছেন নায়ক

কাজাখস্তানে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন নিশো

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

‘নারীশাসিত পুরুষ’: সাহস থাকলে সামনে এসে কথা বল—আসিফকে ওমর সানীর চ্যালেঞ্জ

ওমর সানী ‘নারীশাসিত’ পুরুষ ও ‘ক্লীবলিঙ্গের মতো’ মানুষ, কিন্তু ভাইকে আমি ভালোবাসি— আসিফের মন্তব্যে সমালোচনার ঝড়