হোম > বিনোদন > সিনেমা

বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেল শাহরুখের ‘ডানকি’, লায়ন সিনেমাসে চলছে প্রথম শো

অবশেষে আনকাট সেন্সর পেয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে রাত ৯টা ৩০ মিনিট থেকে চলছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশে আমদানি করেছে কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

কিবরিয়া ফিল্মসের কামাল কিবরিয়া লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আনকাট সেন্সর পেয়েছি। আজ রাতে লায়ন সিনেমাসে প্রথম প্রদর্শনী হচ্ছে। আগামীকাল থেকে দেশব্যাপী চলবে।’ 

‘ডানকি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।

সিনেমাটিতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তাঁর চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ। 

প্রসঙ্গত, চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। এবার দেখার পালা সিনেমাটি বক্স অফিসে কেমন দাপট দেখাতে পারে।

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা

নতুন ওয়েব ফিল্মে বিদ্যা সিনহা মিম

বছরের শেষ সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

৬ বছর পর প্রকাশ্যে এল অপু-মোমরেনাজের বিচ্ছেদের খবর

শুরু হচ্ছে তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার শুটিং

রটারড্যাম উৎসবে ‘দেলুপি’

অলীকের কথায় হাবিবের গান