অবশেষে আনকাট সেন্সর পেয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘ডানকি’। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে রাত ৯টা ৩০ মিনিট থেকে চলছে রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি। সিনেমাটি যৌথভাবে বাংলাদেশে আমদানি করেছে কিবরিয়া ফিল্মস ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
কিবরিয়া ফিল্মসের কামাল কিবরিয়া লিপু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আনকাট সেন্সর পেয়েছি। আজ রাতে লায়ন সিনেমাসে প্রথম প্রদর্শনী হচ্ছে। আগামীকাল থেকে দেশব্যাপী চলবে।’
‘ডানকি’তে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান। সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল প্রমুখ।
প্রসঙ্গত, চলতি বছরে তৃতীয়বারের মতো পর্দায় এসেছেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর এবার মুক্তি পেল ‘ডানকি’। প্রথম দুটি সিনেমাই বক্স অফিসে বাজিমাত করেছে দারুণভাবে। এবার দেখার পালা সিনেমাটি বক্স অফিসে কেমন দাপট দেখাতে পারে।