ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার স্বর্ণযুগের দাপুটে নায়ক আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
আজ মঙ্গলবার বেলা পৌনে ৪টায় ফেসবুক পোস্টে রুনা লায়লা জানান, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন আলমগীর। নার্স ও হাসপাতালের কর্মীরা সার্বক্ষণিক তাঁর দেখভাল করছেন।
আলমগীর এখন মোটামুটি ভালো আছেন বলেও জানান রুনা লায়লা।
চিত্রনায়ক আলমগীরের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই গায়িকা। তাঁর আশা, সবার প্রার্থনায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন আলমগীর।
ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। এরপর গত ১৭ এপ্রিল তাঁরা দ্বিতীয় ডোজ নেন।
রুনা লায়লার ফেসবুক পোস্ট: