জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেপ্তারের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন এই অভিনেতা। আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি ছোট কালো কাচের আড়াল দেওয়া গাড়িতে।
বুধবার আদালতে আরিয়ানের জামিন নামঞ্জুর হওয়ার পরই বম্বে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। আজ বৃহস্পতিবারও হাইকোর্টে আরিয়ানের জামিনের মামলার শুনানি হবে। এদিন শাহরুখপুত্রের জামিন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর।
আরও পড়ুন