হোম > বিনোদন > বলিউড

এই প্রথম ছেলেকে দেখতে জেলে শাহরুখ

জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। মাদক মামলায় আরিয়ান খানের গ্রেপ্তারের পর এই প্রথম ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ। বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন এই অভিনেতা। আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি ছোট কালো কাচের আড়াল দেওয়া গাড়িতে।

জিন্স, টি-শার্ট পরেই আর্থার রোড জেলে পৌঁছান বলিউড বাদশা। চোখে ছিল রোদচশমা। বাইরে থেকে মুখের অভিব্যক্তি বোঝার উপায় নেই। ফটোসাংবাদিকদের দিকে একবারও না তাকিয়ে সোজা আর্থার রোড জেলের ভেতরে যান শাহরুখ খান।

২ অক্টোবর সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বাইয়ের বিলাসবহুল ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকেই আরিয়ান খানকে আটক করা হয়। ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে আদালতে একাধিকবার জামিনের আবেদন করেছেন আরিয়ানের আইনজীবী। কিন্তু তা মেলেনি।

বুধবার আদালতে আরিয়ানের জামিন নামঞ্জুর হওয়ার পরই বম্বে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী। আজ বৃহস্পতিবারও হাইকোর্টে আরিয়ানের জামিনের মামলার শুনানি হবে। এদিন শাহরুখপুত্রের জামিন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে খবর।

আরও পড়ুন

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো

চলে গেলেন ধর্মেন্দ্র, শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে বলিউড তারকারা

ডিসেম্বরে শুরু ‘দৃশ্যম ৩’-এর শুটিং

শিল্পা শেঠির পছন্দের ৩ সিরিজ