বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহরুখের বাসভবন মান্নতে ঢোকার চেষ্টা করেন এনসিবির কর্মকর্তারা। এ সময় শাহরুখের বাসভবনের গেটের প্রহরীরা তাঁদের আটকে দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এনসিবির কর্মকর্তারা গেটের বাইরে অপেক্ষা করছেন।
অন্যদিকে আজ অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে এনসিবির কর্মকর্তারা অভিযান চালান। মাদককাণ্ডে অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যার বান্দ্রার বাড়িতে এনসিবির তল্লাশি হয়। এরপর বৃহস্পতিবার তাঁকে এনসিবির দপ্তরে আনা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদক সেবন আর আন্তর্জাতিক মাদক সরবরাহকারীদের সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনেছে। আরিয়ানের আইনজীবীরা আজ উচ্চ আদালতের কাছে তাঁর জামিনের আবেদন করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন