মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান। শনিবার রাতে মুম্বাইয়ে প্রমোদ তরীতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই সময় সেখানে চলছিল পার্টি। সেই পার্টি থেকেই অফিসাররা আটক করেন আরিয়ানসহ আটজনকে। এনসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পার্টি থেকে উদ্ধার করা হয়েছে কোকেন, চরস, মেফেড্রনের মতো একাধিক মাদক। সব মিলিয়ে মাদক নেওয়ার অভিযোগে আটক করা হয় ছয়জন পুরুষ ও দুই জন নারীকে। এরই মধ্যে অন্যতম নাম আরিয়ান খান।
শাহরুখ-গৌরীর প্রথম সন্তান
১৯৯৭ সালের ১৩ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শাহরুখ খান ও গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। বাবা সুপারস্টার হওয়ার দৌলতে প্রথম থেকেই লাইম লাইটে রয়েছেন আরিয়ান।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশুনা করেছেন আরিয়ান। এরপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি, ২০১৬ সালে সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে থেকেই উচ্চতর ডিগ্রী অর্জন।
অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে প্রেম
লন্ডনে তাঁর সহপাঠী ছিলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলী নন্দা। বেশ কয়েকবার একসঙ্গে পার্টি বা বিভিন্ন স্থানে দেখা যায় তাঁদের। সেসময় শোনা যায় একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ছবি। কিন্তু পরবর্তীকালে সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তাঁরা দুজনেই।
ক্যারিয়ার
২০০১ সালে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। তবে পর্দার সামনে নয়, পর্দার পিছনেই কাজ করতে আগ্রহী আরিয়ান। ছবিতে অভিনয় করবেন বলে একাধিকবার গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত বড় পর্দায় নাম লেখানো হয়নি।
শনিবার মাদক মামলায় তাঁর নাম জড়িয়ে পড়ে,তবে এটা প্রথম বার এর আগেও এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছিল আরিয়ানের। তবে পরবর্তীকালে সেই ভিডিওটি নকল বলে প্রমাণিত হয়। ভিডিও ক্লিপে যে ব্যক্তি ছিলেন তাঁকে হুবহু দেখতে আরিয়ানের মতো কিন্তু সে আরিয়ান নয়।
বিদেশি বান্ধবী
কিছুদিন আগেই একজন বিদেশি বান্ধবীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় পার্টি করতে দেখা যায় আরিয়ান খানকে। শোনা যাচ্ছে বিদেশিনীর প্রেমে পড়েছেন শাহরুখ পুত্র।