হোম > অর্থনীতি

ব্যাংকগুলোতে কিছুটা তেজ কমেছে ডলারের

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাজারের ডলারের সংকটের মধ্য দিয়েও হঠাৎ করে দর কিছুটা কমেছে। আজ বুধবার ব্যাংকগুলোর প্রতি ডলারের গড় বিক্রয়মূল্য ছিল ১০২ টাকা ৫৭ পয়সা। আর বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বোচ্চ ১০৬ টাকা ৭৭ পয়সা দরে ডলার বিক্রয় করে। তবে প্রতি ডলার সর্বনিম্ন ৯৯ টাকা দরে বিক্রি করে ব্যাংক আল ফালাহসহ অন্য দুটো বিদেশি ব্যাংক।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। আর আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মঙ্গলবারের আন্তব্যাংক লেনদেনের সর্বোচ্চ বিক্রয় মূল্য দেখানো হয়েছে ১০২ টাকা ৫৬ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১০১ টাকা ৭৮ পয়সা।

যদিও আগের দিনের ক্রয়-বিক্রয়মূল্য ছিল যথাক্রমে ৯৯ টাকা ৬৫ পয়সা ও ১০৮ টাকা। 

খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বৈধ ব্যবসায়ীরা ডলার ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনে তা ১০৮ টাকা ৭৫ পয়সার বিক্রি করেছে। যা আগের দিন ছিল যথাক্রমে ১০৮ টাকা ও ১০৯ টাকা ৫০ পয়সা। তবে কেউ কেউ নানা কৌশলে অবৈধভাবে প্রতি ডলার ১১২ থেকে ১১৩ টাকা বিক্রি করেছে। কিন্তু আগের দিন প্রতি ডরার ১১৪ টাকা থেকে ১১৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

এআই ও ট্রাম্পের নীতির প্রভাব—যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে মন্দা

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

যুক্তরাজ্যের বাজারে তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পেল শ্রীলঙ্কা

ভেনেজুয়েলার তেল কি ভারত পাবে, কোন শর্তে বেচবে যুক্তরাষ্ট্র

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার