হোম > অর্থনীতি

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ রোববার সচিবালয়ে এ সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ আমাদের প্রকৃত সক্ষমতার তুলনায় কম। উভয় দেশেরই বিপুল রপ্তানি সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হলে উভয় দেশই উপকৃত হবে।’ তিনি বিশেষভাবে কৃষি ফার্মিং খাতে ইরানের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।

ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেন, ‘ইরান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। সংস্কৃতি, ধর্ম ও ভাষাগত মিল দুই দেশের জনগণকে শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছে। তবে এত দিনেও বাণিজ্যিক সম্পর্ক তেমন মজবুত ভিত্তির ওপর দাঁড়ায়নি। আমরা এখন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

সাক্ষাৎকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং ইরান দূতাবাসের অর্থনৈতিক বিষয়ক সচিব মাহমুদ খোশরাভি উপস্থিত ছিলেন।

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট রাফি আহমেদ

চার গুণ বাড়িয়ে পেঁয়াজ আমদানি দৈনিক ৬ হাজার টন