হোম > সারা দেশ > হবিগঞ্জ

বেতনের দাবিতে হবিগঞ্জে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

বেতনের দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে তাফরিদ কটন মিলের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘন্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

কটন মিলের শ্রমিক সাফিয়া বেগম বলেন, ‘অন্য কোম্পানি যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয়, সেখানে আমাদের কোম্পানি প্রতি মাসেই ১৫ / ২০ তারিখে বেতন দেয়। আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া বাজার সদাই করতে পারি না। 

আজকে বেতন দেওয়ার কথা। কিন্তু এখন বলতাছে দিতে পারবে না। আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করেছি। পরে প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।’ 

এ ব্যাপারে তাফরিদ কটন মিলসের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল ১৫ আগস্ট। ওই দিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেওয়া যায়নি। আজকে ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অঙ্কের টাকা হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানেজ করতে দেরি হয়। এরই মধ্যে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। এখন সবাইকে বেতন দেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, ‘অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি। পরে তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ব্যবস্থা করা হয়।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত