হোম > সারা দেশ > হবিগঞ্জ

বেতনের দাবিতে হবিগঞ্জে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

বেতনের দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়ক অবরোধ করেছে তাফরিদ কটন মিলের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় এক ঘন্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। 

কটন মিলের শ্রমিক সাফিয়া বেগম বলেন, ‘অন্য কোম্পানি যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয়, সেখানে আমাদের কোম্পানি প্রতি মাসেই ১৫ / ২০ তারিখে বেতন দেয়। আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া বাজার সদাই করতে পারি না। 

আজকে বেতন দেওয়ার কথা। কিন্তু এখন বলতাছে দিতে পারবে না। আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করেছি। পরে প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।’ 

এ ব্যাপারে তাফরিদ কটন মিলসের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল ১৫ আগস্ট। ওই দিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেওয়া যায়নি। আজকে ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অঙ্কের টাকা হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানেজ করতে দেরি হয়। এরই মধ্যে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। এখন সবাইকে বেতন দেওয়া হচ্ছে।’ 

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, ‘অবরোধের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি। পরে তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন ব্যবস্থা করা হয়।’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম