হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভ্রাম্যমাণ আদালতে হামলা: হবিগঞ্জের কথিত সমন্বয়ক রুমি গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের কথিত সমন্বয়ক রুমি গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হবিগঞ্জের চুনারুঘাটে সহকারী কমিশনারের (ভূমি) ওপর হামলাকারী কথিত সমন্বয়ক ফরহাদ ইবনে রুমিকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার শাহজিবাজার আর্মি ক্যাম্পের (১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে) ক্যাপ্টেন আরাফি তাজোয়ার আমিনের নেতৃত্বে বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রুমি চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ‘সেনাবাহিনী হস্তান্তর করার পর দায়েরকৃত মামলায় তাঁকে আজ (বুধবার) বিকেলে আদালতে সোপর্দ করা হবে।’

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নতুন ব্রিজ এলাকায় আদালতের আদেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। এতে ফরহাদ ওরফে রুমি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে সহকারী কমিশনারের সঙ্গে অশুভ আচরণ করেন। একপর্যায়ে অভিযানের সময় হামলার চেষ্টা করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মো. ফরহাদ ওরফে রুমি গংরা উবাহাটা মৌজার খাস খতিয়ানে আনুমানিক ২০ ফুট রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করে। খাসজমি উবাহাটা মৌজায় মো. বাবু মিয়ার ভূমির সম্মুখে হওয়ায় বাবু মিয়া ২০২৩ সালের ৬ ডিসেম্বর ফরহাদ ওরফে রুমি গংদের বিরুদ্ধে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরে আদালতের আদেশে সহকারী কমিশনার ভূমি উচ্ছেদ করতে গিয়ে বাধা পান।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে স্থাপনা উচ্ছেদ অভিযানে গেলে ফরহাদ সরকারি কাজে বাধা দিয়ে হামলার চেষ্টা করেন।

এদিকে মো. ফরহাদ ওরফে রুমি গ্রেপ্তারের পর চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ