চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের তিলতলি মাঠ সংলগ্ন করাঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল।
এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা-পুলিশের একটি টিম।
এ সময় বালু উত্তোলন এ ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান, অবৈধভাবে বালু উত্তোলন বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।