হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন কাপ্তান নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন কাপ্তান বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর ছেলে। তাঁর এক সন্তান রয়েছে। 

জানা যায়, আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে মিনহাজ উদ্দিন মাছের আড়তে নিয়ে যেত। ঘটনার দিন ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা রওনা দেন তিনি। উপজেলার জিলুয়া গ্রামের কাছে পৌঁছালে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে বানিয়াচং সার্কেল (এসপি) পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাস্থলটি বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ইউপি সদস্য উজ্জ্বল মিয়া বলেন, পাঁচ বোনের একমাত্র ছোট ভাই মিনহাজ উদ্দিন। তাঁর বাবার মৃত্যুর পর পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল মিনহাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা

তারেক রহমানের জনসভা: মিছিলের নগরী সিলেট

সিলেটে বিএনপির সমাবেশ শুরু

কানায় কানায় পূর্ণ মাঠ, প্রস্তুত মঞ্চ, অপেক্ষা ‘সিলেটের জামাইয়ের’

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জাতীয় নির্বাচনের আগে শাকসু না হলে শাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা