হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৬০, বন্দুকধারী চেয়ারম্যানের ছবি ভাইরাল

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ তিনজন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘ছান্দের সর্দার’ নির্ধারণ নিয়ে বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া ও ছান্দ সর্দার অ্যাডভোকেট নজরুল ইসলামের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে আজ উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন।

বানিয়াচং থানার ওসি মো. এমরান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে নজরুল ইসলামের লোকজনের দাবি, ইউপি চেয়ারম্যান ধন মিয়া নিজে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়েছেন। এতে তাঁদের অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুক হাতে ধন মিয়ার একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছান্দ প্রথা কী
এক বা একাধিক গ্রাম বা মহল্লা নিয়ে একটি ‘ছান্দ’ গঠিত হয়। প্রতিটি ছান্দে একজন করে ‘সর্দার’ থাকেন। তাঁকে বলা হয় ‘ছান্দ সরদার’। ছান্দের অধীনস্থ গ্রামগুলোর ঝগড়া-বিবাদ-সমস্যার সমাধান করেন ছান্দের সর্দার। এই ছান্দ প্রথা বাংলাদেশে একমাত্র বানিয়াচংয়েই রয়েছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত