হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তহুরা বেগম (৫০) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী জারু মিয়া (৬০), ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমজান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে স্বামী জারু মিয়া ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ আদায় করে এসে বিছানায় স্ত্রী তহুরা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ নিয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করেছি। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি শিগগিরই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান